ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধনের সিদ্ধান্ত ২২ আগস্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ অগাস্ট ২০১৯ ০৭:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২২ আগস্ট একটি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন বিকেলে অনুষ্ঠিতব্য সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০১৯ সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র  এ তথ্য নিশ্চিত করে।

শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় সভাটি অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এতে সভাপতিত্ব করবেন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।