ট্রেনের ছাদে ভ্রমণকে 'স্বাগত জানালেন'রেলমন্ত্রী!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ অগাস্ট ২০১৯ ১১:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ হলেও তাকে অনেকটা স্বাগতই জানিয়েছেন খোদ রেলমন্ত্রী। কিন্তু ঈদের সময় ভিড় বেড়ে যাওয়ায় বারণ না শুনেই অনেকেই  ছাদে উঠে পড়েন।

শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তার সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। এ সময়।

ঝুঁকি নিয়ে ছাদে উঠে বসা যাত্রীদের না নামিয়ে হাত নেড়ে  শুভেচ্ছা জানান মন্ত্রী। 

জানা গেছে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। ট্রেনটির ছাদে এসময় অনেকে শুয়ে-বসে  ছিলেন। মন্ত্রী হাতে উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

যদিও বৃহস্পতিবার রেল পুলিশের অতিরিক্ত আইজি মো. মহসিন হোসেন কমলাপুর স্টেশন পরিদর্শনের সময় বলেছিলেন, কোনো যাত্রী যাতে ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে না ওঠেন, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ আছেন।
জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে যাত্রীদের যাওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রেলমন্ত্রী সুজন বলেন, এসব লোকদের নামিয়ে দিলেই কি সমস্যার সমাধান করতে পারবো? সব সময় ইচ্ছা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা যাত্রীদের ছাদ থেকে নামিয়ে দিতে পারি না।

একতা ট্রেনের যাত্রী মাসুম পারভেজ মন্ত্রীকে বলেন, 'ছাদে কেন মানুষ উঠেছে?'

মন্ত্রী তখন বলেন, ঈদ উপলক্ষে একটু এমনই হয়ে থাকে, তবে আগামীতে চেষ্টা থাকবে যেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে না যায়।