কাশ্মীর সমস্যায় পাকিস্তানকে সতর্ক করল তালেবান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯ ০৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

কাশ্মীর ইস্যুতে আফগানিস্তানকে টানবেন না বলে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিল তালিবানরা। ৩৭০ ধারা বাতিলের ইস্যুতে চোখে অন্ধকার দেখছে পাকিস্তান। যেখানে সেখানে ভারতের নিন্দায় মুখর হয়েছে, দিল্লি নাকি কাশ্মীর নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এসব বলতে গিয়েই উদাহরণ হিসেবে আফগানিস্তানের নাম করেছিলেন পাকিস্তানের এক রাজনৈতিক নেতা। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব ফিরিয়ে দিল তালিবান। সাফ জানাল কাশ্মীর সমস্যার সঙ্গে আফগানিস্তানের কোনও মিল নেই। তাছাড়া কাশ্মীরকে কেন্দ্র করে ভারতে যদি শান্তির পথ নষ্ট হয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে তা কখনওই কাম্য হতে পারে না। 

কাশ্মীরের বিশেষ খেতাব বিদায় হতেই পাকিস্তানের ঘুম উড়েছে। জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে সে দেশের বিরোধী দলনেতা শেহবাজ শরিফ আফগানিস্তানের সঙ্গে তুলনা টেনেছিলেন। বলেছিলেন, এটা কী হল? কাবুলেও তো শান্তিতে থাকতে পারেন আফগানরা। কিন্তু কাশ্মীরে রক্ত ঝরে। তাই এটা (৩৭০ ধারা বাতিল) আমরা মেনে নিতে পারি না। এরপরেই মুখ খোলেন তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহেদ। এক বিবৃতিতে তিনি জানান, কেউ কেউ যে কাশ্মীর ইস্যুর সঙ্গে আফগানিস্তানের সমস্যাকে এক ভাবে দেখার চেষ্টা করছেন, তাতে কাজের কাজ কিছু হবে না। কারণ, কাশ্মীর ইস্যুর সঙ্গে আফগানিস্তান জড়িত নয়। পাশাপাশি, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের রেষারেষিতে আফগানিস্তানকে টেনে আনাও উচিত নয়। খবর লেটেস্ট লি’র।