যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে এক পরিবারের তিনজন নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯ ০৫:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া শহরতলির পেছনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে উড়ানে থাকা তিন যাত্রীই মারা গেছেন।

উত্তরপূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করে বলে জানায় ইউএসএ টুডে। নিহত তিনজন একই পরিবারের সদস্য।

স্থানীয় পুলিশ জানায়, ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পেনসিলভানিয়ার আপার মোরল্যান্ডে ভোর ছয়টার পরপরই এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান বিধ্বস্ত হয়।

নিহত তিন যাত্রীর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। পুরুষের পাইলট লাইসেন্স ছিল।

বিমানটি নিচে পড়ার সময় বেশ কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আশপাশের কোনো মানুষ আহত না হলেও একটি ঘর ভেঙে গেছে।

মার্কিন প্রশাসন এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে, তিনজন একই পরিবারের সদস্য।

তারা স্বামী-স্ত্রী ও তাদের ১৯ বছর বয়সী মেয়ে। স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬০ ও ৫৪ বছর।