তানজানিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

বন্দর নগরী দার এস সালাম থেকে ১২৪ মাইল পশ্চিমে মোরোগোরো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের পরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা পৌঁছে তৎপরতা শুরু করেন। দুর্ঘটনায় ৭০ জন আহত হয়েছেন।

অনলাইনে পোস্ট করা ছবিতে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়; এর পাশেই পড়ে রয়েছে দগ্ধ মৃতদেহ।

পুলিশ জানায়, জ্বালানিবাহী ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এসময় ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে যান আশপাশের লোকজন। এক পর্যায়ে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল নগ্গো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই সড়কটি অন্যতম ব্যস্ততম সড়ক হওয়ার কারণে জ্বালানি নিতে না আসা অনেক লোকও দুর্ঘটনার কবলে পড়েছেন। অবস্থা আসলেই খারাপ; অনেকেই মারা গেছে।

নিহতদের মধ্যে বেশিরভাগই মোটরবাইক ট্যাক্সি ডাইভার বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান।