ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত, ঈদের ছুটিতে বাড়ি গিয়ে মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯ ১৩:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮ বার।

বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যাওয়া শিশুটির নাম রুশা। সে ঝালকাঠী উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠী গ্রামের রূহুল আমিনের মেয়ে।

বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতো রুশা। ঈদ উদযাপনের জন্য জীবনদাসকাঠী গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল সে। 

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন জানান, রুশার পরিবার ঢাকায় থাকে। ঢাকায় অবস্থানকালেই সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। দুইদিন আগে পরিবারের সঙ্গে সড়কপথে রাজাপুরের জীবনদাসকাঠী গ্রামের বাড়ি আসে।

তিনি জানান, বাড়িতে এসে রুশা আরও অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল নগরীর বেসরকারি প্রতিষ্ঠান রাহাত-আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার রাত ৮টার দিকে রুশাকে শেবাচিম হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।