লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র বন্যার্ত মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ

প্রেস রিলিজ
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯ ১৪:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৮ বার।

‘মানবতাই প্রথম’ জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ-এর এই স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ-এর অধিনস্থ লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র উদ্যোগে ১০ আগষ্ট শনিবার সকাল ১১টায় গাইবান্ধা পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ-এর জোন চেয়ারপার্সন (ক্লাবস্) ও লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র প্রেসিডেন্ট লায়ন আব্দুল মোবিন, সেক্রেটারী লায়ন মোঃ শাহজাহান আলী, ট্রেজারার লায়ন রেজাউল করিম, ডিরেক্টর লায়ন মোঃ আলমগীর হোসেন, সদস্য লায়ন মোঃ ওয়াজেদ আলী, লিও ক্লাব অব বগুড়া করতোয়া’র সেক্রেটারী লিও সাজেদুল হক, এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন লায়ন নেতৃবৃন্দসহ মাহমুদা বেগম মিলন প্রধান শিক্ষক উত্তরপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি কর্মজীবি নারী গাইবান্ধা জেলা শাখা, রনজিৎ বর্মন সদস্য জলবায়ূ পরিষদ গাইবান্ধা, তামজিদুর রহমান তুহিন সদস্য জলবায়ূ পরিষদ গাইবান্ধা, মোঃ আব্দুল মান্নান সমাজ সেবক, শাহরিয়ার সমাজ সেবক, মোঃ শফিউল ইসলাম সদস্য সচিব চাকরীজীবি কল্যাণ সংস্থা গাইবান্ধা, আফরোজা লুপু শিক্ষক ও সহ-সভাপতি সনাক গাইবান্ধা, মোছাঃ ভিকারুন নেছা এ্যাডমিন অফিসার সৌহার্দ্য (৩) প্রোগ্রাম এস.কে.এস ফাউন্ডেশন গাইবান্ধা।