চীনের পূর্বাঞ্চলে টাইফুন লেকিমার আঘাতে নিহত ৩২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৯ ০৯:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

চীনের পূর্বাঞ্চলে টাইফুন লেকিমার আঘাতে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন।

রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) হতাহতের এ তথ্য জানিয়েছে।

বাসস জানায়, ঘূর্ণিঝড় এবং এর কারণে সৃষ্ট ভূমিধসের কারণে ১০ লাখেরও বেশি লোককে অন্যত্র সরানো হয়েছে।

রবিবার ভোরে প্রচণ্ড শক্তিশালী ঝড়টি ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে ওয়েনলিং নগরীতে আঘাত হানে। এ সময় সমুদ্রের ঢেউ কয়েক মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানে।

ওয়েনঝোউ মিউনিসিপ্যালটিতে ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ৩২ জন প্রাণ হারিয়েছে। এলাকাটি সাংহাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

টাইফুন আঘাত হানার আগে ১০ লাখেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১ লাখ ১০ হাজার লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শুধু ঝেজিয়াং প্রদেশেই প্রায় ৩০০ ফ্লাইট বাতিল এবং ফেরি ও রেল সেবা বন্ধ রাখা হয়েছে।