মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৯ ০৯:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছে মুসলিমরা। সৌদি আরবের মক্কায় পবিত্র হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতাও পালন করছেন হাজিরা।

গালফ নিউজ জানায়, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, কুয়েত, ফিলিস্তিনসহ পুরো মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও একযোগে পালিত হয়েছে ঈদ।

বিশ্বজুড়ে রবিবার ঈদ পালন হলেও দক্ষিণ এশিয়াসহ কয়েকটি অঞ্চলে ঈদ হবে পরদিন সোমবার।

মুসলিমদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব-ঈদুল ফিতর ও ঈদুল আজহা। একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়।

আর ঈদুল আজহাতে সকালে বিশেষ নামাজ আদায়ের পর ছাগল, ভেড়া, দুম্বা, গরু বা উট কোরবানি দেন মুসলিমরা। এসব পশুর মাংস বিলিয়ে দেওয়া হয় প্রতিবেশী ও গরিবদের মাঝে।

ঈদ উপলক্ষে মুসলিম দেশগুলো ৩ থেকে ৪ দিনের বিশেষ সরকারি ছুটি শুরু হয়েছে ঈদের আগের দিন থেকে।

রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পালিত হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীনেও।

একইভাবে মিশর, নাইজেরিয়া,আলজেরিয়াও মানুষ ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স,কানাডা, রাশিয়াসহ ইউরোপের দেশগুলোতে পালিত হয়েছে ঈদুল আজহা।