জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খবরই জানল না কাশ্মীরি শিশুশিল্পী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৯ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আট বছর বয়সী কাশ্মীরি শিশু আরশাদ রেশি। সেরা শিশু শিল্পী হিসেবে এই পুরস্কার মিললেও সে খবর তাকে জানানো যায়নি এখনো।

কাশ্মীরের কঠোর সামরিক নিরাপত্তা জারিতে রাজ্যটিতে বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার আগের দিন থেকে সেখানে কারফিউ জারি করা হয়।

সোমবার ভারতের রাজ্যসভায় সংবিধান থেকে এই বিশেষ ধারা তুলে নেওয়া হয়। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত কাশ্মীরের সঙ্গে পুরো পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন।

আমিন ভাটের গল্প অবলম্বনে নির্মিত ফোন নাম্বার ৭৮৬ সিনেমায় অভিনয় করে আরশাদ। বাবা নিখোঁজ হলে আল্লাহর কাছে ফোন করে তাকে ফিরিয়ে দিতে বলে সে। এমন মর্মস্পর্শী দৃশ্য দিয়ে দর্শকের মন কেড়ে নেয় আরশাদ।

সামরিক নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়েই এ সিনেমার গল্প। সেনা সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সম্পর্ক নিয়ে এ গল্প এগিয়ে যায়।

শুক্রবার এ পুরস্কার ঘোষণা হয়। এতে সেরা শিশু শিল্পী হিসেবে নাম ঘোষিত হয় আরশাদের। তাকে এই সুসংবাদ পৌঁছাতে পারেননি নির্দেশক আইজাজ খান।

তিনি বলেন, “আমি তাকে ফোনে পেতে অনেকবার চেষ্টা করেছি। কিন্তু সব ফোন নম্বর অচল পেয়েছি। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।”