বগুড়া শহরে ঈদের প্রধান জামাতগুলো কখন কোথায়

জাকির আরেফিন শুভ
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৯ ১৫:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৬ বার।

বগুড়া শহরে ঈদের জামাতগুলো সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে শুরু হবে। সাড়ে ৭টা, সকাল ৮টা, সাড়ে ৮টা এবং সকাল ৯টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের প্রাচীণতম দ্বিনী প্রতিষ্ঠান জামিল মাদ্রাসায়। এর  পনের মিনিট পর সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সরকারি আজিজুল হক পুরাতন ভবন মাঠে।

সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে ঠনঠনিয়া ঈদগাহ্ মাঠে। অবশ্য ওই একই মাঠে সকাল ৮টায়ও ঈদের জামাত হবে। এছাড়া  আলতাফুন্নেছা ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৌণে ৮টায়, নাটাইপাড়া কেন্দ্রীয় ঈদ্গাহ মাঠে সাড়ে ৭টায়, সকাল ৮টায় শহরের ফুলবাড়ি উত্তরপাড়া এবং মধ্যপাড়া গোরস্থান মাঠে সাড়ে ৭টায়, দক্ষিণ ধাওয়াপাড়া বায়তুস সালাম জামে মসজিদ ঈদগাহ সকাল ৮টায়, করনেশন স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, আটাপাড়া আলামিয়া ঈদগাহ মাঠ সাড়ে ৭টায়, কাটনারপাড়া জামে মসজিদে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

বগুড়ায় ঈদুল আজহার প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে একই সময়  কেন্দ্রীয় (বড়) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।