‘নাৎসি’ আরএসএসের হাতে কাশ্মীরে গণহত্যা আসন্ন: ইমরান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ অগাস্ট ২০১৯ ১৬:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

অবরুদ্ধ কাশ্মীরে গণহত্যার শঙ্কা প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নাৎসি বাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে উপত্যকায় হিন্দুত্ববাদ কায়েম করছে বিজেপির মাতৃসংগঠন আরএসএস।

ইমরানের মতে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা তথা কাশ্মীরের বিভাজন ঘটানোর পেছনে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের আদর্শ গড়ে উঠেছে নাৎসি আদর্শের উপর ভিত্তি করে।

এক সময় যে উদ্দেশ্যে ইহুদি নিধন করেছিলেন জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলার, মোদি সরকারও সেভাবে কাশ্মীরে গণহত্যা চালাতে পারে বলে আশঙ্কা পাক প্রধানমন্ত্রীর।

রবিবার টুইটারে ইমরান লিখেছেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরে কার্ফু জারি করা, দমননীতি এবং কাশ্মীরিদের উপর আসন্ন গণহত্যা যে নাৎসি ভাবাদর্শে অনুপ্রাণিত আরএসএসের আদর্শ অনুযায়ী করা, তা প্রমাণিত হচ্ছে।’

কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদের পরই নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন ইমরান। ওই সিদ্ধান্তকে ‘বেআইনি’ ও ‘একতরফা’ বলেছিলেন তিনি।

ইমরান লিখেছেন, ‘প্রশ্ন হল, মিউনিখে হিটলার যা করেছেন, তা নিয়ে যেমন গোটা বিশ্ব চুপ করেছিল, এখনও কি তেমন করবে!’