চিকিৎসক পলাশের মৃত্যুতে ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি চায় বিএমএ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৯ ০৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।
চার দিন আগে বৃষ্টির মধ্যে ঢাকার গ্রিন রোডের ফুটপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডা. পলাশ দের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি দায়ীদের জন্য শাস্তি চেয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

রোববার সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ইশতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, পলাশ তার কর্মস্থলে যাওয়ার পথে গত ৮ অগাস্ট বিকাল ৫টায় গ্রিনরোডে জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

“ঢাকা সিটি করপোরেশনের এরকম একটি ব্যস্ততম এলাকায় রাস্তায় পানি জমে থাকা এবং বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় থাকার বিষয়টি কর্তব্যে অবহেলার শামিল। দায়িত্বে অবহেলায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে বিএমএ।“

বগুড়া মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র পলাশের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রাণনাথপুর গ্রামের ছেলে নবীন চিকিৎসক পলাশ (২৪) দেড় মাস আগে গ্রিন লাইফ হাসপাতালে চাকরি নিয়েছিলেন।