সোহরাওয়ার্দী মেডিকেল নতুন দুটি ডেঙ্গু ওয়ার্ড চালু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৯ ০৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্থায়ীভাবে নতুন দুটি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া গণমাধ্যমকে জানান, ১১ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১০০ বেডের দুটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেছেন।

পুরুষ ডেঙ্গু রোগীদের ওয়ার্ড রাখা হয়েছে হাসপাতালের প্রথমতলায় এবং নারী রোগীদের ওয়ার্ড রাখা হয়েছে হাসপাতালের দ্বিতীয়তলায়।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ আগস্ট পর্যন্ত ৪৫০ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে।