হাত ফসকে বেরিয়ে যাওয়া চাপাতিতে প্রাণ গেল শিশুর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৯ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১১ বার।

কোরবানি দেওয়ার সময় গরুর দাপাদাপিতে হাত ফসকে বেরিয়ে যাওয়া চাপাতিতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গরু কোরবানির প্রস্তুতির সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়।

গুরুতর আহত অবস্থায় মৌমিতাকে বাড়ির লোকজন সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী দুধখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বেপারী বলেন, “কোরবানির আগমুহূর্তে গরুটি দাপাদাপি করছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়।”

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল হক সরদার জানান, গরু কোরবানির সময় কসাইয়ের হাত থাকা চাপাতি ছুটে গিয়ে মেয়েটির পেটে ঢুকে গেলে তার মৃত্যু হয়।