পরিবেশ সুরক্ষায় একদিন পর পর মলত্যাগ করুন: ব্রাজিলের প্রেসিডেন্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৯ ১৪:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

পৃথিবীকে বাঁচানোর জন্য উপায় বাতলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এই গ্রহকে বাঁচানোর উপায় হিসেবে মানুষকে একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিবিসি বাংলা জানায়, কীভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায়, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলসোনারো এ মন্তব্য করেন।

আমাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সরকারি তথ্যে প্রকাশ হওয়ার পর সম্প্রতি তোপের মুখে পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট।

বন উজাড়ের বিষয়টি যে সরকারি সংস্থাটি সামনে এনেছে এর প্রধানকে বরখাস্ত করেছেন তিনি। তার অভিযোগ, ওই সংস্থার প্রধান মিথ্যা বলেছে।

বন উজাড় ও কৃষিক্ষেত্র ধ্বংসের জন্য গ্রিনহাউজ প্রভাবকে দায়ী করেন বলসোনারো।

একপর্যায়ে তিনি বলেন, “খানিকটা কম খাওয়া এ ক্ষেত্রে যথেষ্ট। আপনি পরিবেশ দূষণের বিষয়ে কথা বলছেন তো? সে ক্ষেত্রে একদিন পর পর মলত্যাগ করলেই হবে। এটি পুরো বিশ্বের জন্যই ভালো হবে।”

পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের মতে, চলতি বছরের জানুয়ারিতে বলসোনারোর দায়িত্ব গ্রহণের পর থেকে, আমাজন ক্রমান্বয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছে।

তার সরকারের নীতিতে, পরিবেশ সংরক্ষণের চাইতে উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি।

ব্রাজিলের মহাকাশ সংস্থার তথ্য থেকে জানা যায়, গত বছরের জুনে আমাজনে  যে পরিমাণ বনভূমি ধ্বংস করা হয়েছিল, এ বছরের জুনে এসে সেই হার বৃদ্ধি পেয়েছে ৮৮ শতাংশ।