ডেঙ্গু আক্রান্ত বাবাকে দেখতে এসে ডেঙ্গুতেই শিক্ষিকার মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৯ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১৯ বার।

কুমিল্লার হোমনা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার সোনিয়া (২৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মৃত ফাতেমা আক্তার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং হোমনা সদরের সরকার বাড়ির মাস্টার মো. মোকবল হোসেনের মেয়ে।

রোববার ভোরে রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাতেমার বাবা মাস্টার মো. মোকবল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোকবল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে আমি ডেঙ্গুতে অসুস্থ থাকায় মেয়ে ফাতেমা ঢাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ফাতেমাও ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোর ৪টার দিকে মারা যায় ফাতেমা। কিন্তু আমি এখনো হাসপাতালে ভর্তি রয়েছি।

ব্যক্তিগত জীবনে ফাতেমা অবিবাহিত ছিলেন। রোববার বাদ আসর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।