রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারে শিশুর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৯ ১৫:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

সাভারে পবিত্র ঈদুল আজহার দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশিতা নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সাভার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ঈশিতার বাবা এরশাদ মোল্লা মজিদপুর এলাকার মোন্নাফের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর এলাকার রাস্তার অন্যান্য তারের সঙ্গে বৈদ্যুতিক একটি তার ঝুলে ছিল। রাস্তা দিয়ে চলাচলের সময় ঈশিতার গায়ে জড়িয়ে যায় বিদ্যুতের ওই তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঈশিতার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অপূর্ব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার বিদ্যুতের মূল তারের সঙ্গে একটি জিআই তার ঝুলে ছিল। ওই তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।