ডাক্তারের ভুলে বৃদ্ধের গলায় আটকা নকল দাঁত!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ অগাস্ট ২০১৯ ০৪:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

টানা ৮ দিন গলার ভেতর নকল দাঁত নিয়ে ঘুরেছেন ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। এরপর চিকিৎসকেরা নিজেদের ভুল বুঝতে পেরে দ্বিতীয় দফার অপারেশনে সেই দাঁত অপসারণ করেন।

সোমবার ব্রিটিশ মেডিকেল জার্নালে অদ্ভুত এই ঘটনার কথা প্রকাশ করা হয়। সেখানে ভুক্তভোগীর নাম-ঠিকানা জানানো হয়নি।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, লোকটি মাড়ির টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশনের আগে মেডিকেল টিম তার নকল দাঁত না খুলেই কাজ শুরু করেন।

এরপর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তিনি বাড়ি চলে যান। ফিরে আসেন ছয়দিন পর। জানান, শ্বাস নিতে এবং খেতে কষ্ট হচ্ছে।

কিন্তু ডাক্তাররা সমস্যা ধরতে ব্যর্থ হন। তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দুদিন পর অবস্থা আরও খারাপ হলে ফের হাসপাতালে আসেন তিনি।

এবার নড়েচড়ে বসেন ডাক্তাররা। এক্সরে করে দেখতে পান, গলার ভেতর কিছু একটা রয়েছে। শুরু হয় অপারেশন। নিরাপদে বের হয় নকল দাঁত। ওই বৃদ্ধ এখন সুস্থ আছেন।