শেখ হাসিনাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটান প্রধানমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ অগাস্ট ২০১৯ ১৩:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শেখ হাসিনাকে ফোন করেন লোটে শেরিং।

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সচিব জানান, বেলা পৌনে ১২টায় লোটে শেরিং ভুটানের জনগণ এবং তার পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রেস সচিব ইহসানুল করিম আরও জানান, ১০ মিনিটের ফোনালাপে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভুটানের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

গত বছরের নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ময়মনসিংহ মেডিকেলের সাবেক ছাত্র লোটে শেরিং। চলতি বছরের এপ্রিলে স্ত্রীকে নিয়ে ঢাকা ও ময়মনসিংহ সফর করেন তিনি। সফরকালে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন ভুটান প্রধানমন্ত্রী।