নওগাঁ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরুঃ ক্লাস হবে নার্সিং ইন্সটিটিউট ভবনে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪১ বার।

নওগাঁ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবার ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের নার্সিং ইন্সটিটিউটে প্রথম ব্যাচে  শিক্ষার্থী ভর্তি করানো হয়। এ উপলক্ষ্যে ওই ইন্সটিটিট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক। সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী।

চলতি বছর দেশে নতুন ৫টি মেডিকেল কলেজ অনুমোদন দেয় সরকার। নওগাঁ মেডিকেল কলেজ তার একটি। নিজস্ব ভবন না থাকায় আপাতত নওগাঁ নার্সিং ইন্সটিটিউট ভবনকে ওই কলেজের একাডেমিক ভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে এবার ৫০ আসনে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা তালিকা থেকে ভর্তি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, বিএমএ’র সভাপতি ডাঃ হাবিবুর রহমনা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাঃ মোঃ আশেক হোসেন বক্তব্য রাখেন।