বগুড়ায় মুনলাইট’র আয়োজনে প্রতিবন্ধীদের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অগাস্ট ২০১৯ ১৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

বগুড়ার গাবতলী উপজেলার সুবাদ বাজারে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) পরিচালিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোররা ঈদ পুনর্মিলনী করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রত্যেক শিশু-কিশোরকে বেলুন, বাঁশি, চকলেট শিশুখাদ্য এবং  নগদ ঈদ সেলামী ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদে উপহার পেয়ে খুশিতে মেতে ওঠে তারা। এর আগে প্রতিবন্ধীদের জন্য একটি গরু কোরবানী করা হয়। বিকেলে প্রত্যেককে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
এর আগে পবিত্র ঈদ উল আযহার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মুনলাইট সহ-সম্পাদক মোরশেদা বেগম আইভি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তুষার, প্রতিবন্ধী বিষয়ক রিপোর্সপার্সন জুয়েল আলম খন্দকার, শিক্ষক রাবেয়া খাতুন, তানিয়া খাতুন, গোলাপী খাতুন,আলেয়া খাতুন, জনি ইসলাম, রনি মিয়া, নারজু আক্তার, এ এইচ নুরুন্নবী, প্রমুখ।

আলোচকরা বলেন, প্রতিবন্ধীরা এই সমাজেরই অংশ। তাদেরকে উত্যক্ত কিংবা অসদাচারন নয়, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। তাদেরকে শিক্ষা, কর্মে এগিয়ে নিয়ে উন্নয়নের মুল ধারায় সম্পৃক্ত করতে হবে।