লায়ন্স সেবা সপ্তাহে রক্ত দিলেন বগুড়ার পুলিশ সুপার

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮ ১০:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৬ বার।

সেবা সপ্তাহ উপলক্ষ্যে লায়ন্স ক্লাবের উদ্যোগে বুধবার বগুড়ায় স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সকাল ৯টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই কর্মসূচী শুরু হয়। লায়ন্স ক্লাবের আহবানে সাড়া দিয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা রক্তদান করেন। এছাড়া বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামানও রক্তদান করেন।
গত ৮ অক্টোবর বগুড়ায় বর্ণাঢ্য এক র‌্যালীর মাধ্যমে লায়ন্স ক্লাবের দুই সপ্তাহব্যাপী (দ্বি-সপ্তাহ) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এর আগেও বিপুল সংখ্যক মানুষের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তদান কর্মসূচী পালন করা হয়।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি ১৯১৬ সালের অক্টোবর মাসে শিকাগোতে প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বের ২০০ টি দেশে ১৪ লাখ সদস্য নিয়ে ৪৬ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়। লায়ন্স ক্লাবের স্থানীয় কর্মকর্তারা জানান, এ বছর ৩১৫এ-২ জেলা অর্থাৎ বাংলাদেশে ১ লাখ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ২ হাজার চক্ষু অপারেশন করা হবে।
সেবা সপ্তাহ উপলক্ষ্যে বুধবারের কর্মসূচীতে অন্যান্যের মধ্যে মোজাম্মেল হক লালু, হেলেনা খানম ইরানী ও মাহমুদ হোসেন পিন্টুসহ লায়ন্স ক্লাবের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বুধবার দুপুর ১টা পর্যন্ত তারা অন্তত ৩০০জনের ডায়াবেটিস পরীক্ষা করেন এবং ১১জন স্বেচ্ছায় রক্তদান করেন। তারা জানান, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার রক্তদান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।