ধুনটে জাতীয় শোক দিবস পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অগাস্ট ২০১৯ ১৬:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৩ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা, রক্তদান ও বিশেষ দোয়া মাহফিল। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুপুর সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শোক দিবসের র‌্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেছে। পৃথক দু’টি র‌্যালীতে নেতৃত্ব দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

এছাড়া সকাল সাড়ে ১০টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফেরদৌস আলম ও ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। 

আলোচনা সভা শেষে শোক দিবসের রচনা-চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি। শোক দিবসের কর্মসূচিতে সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।