গাছের জন্য কেঁদে কেঁদে ভাইরাল মেয়েটি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ অগাস্ট ২০১৯ ০৯:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা ভ্যালেন্টিনা। তার গ্রামে সাধ করে গাছ পুঁতেছিল ছোট্ট মেয়েটি। গ্রামের লোক সেই গাছ অজান্তে উপড়ে ফেলে। যা দেখে কান্না আটকাতে পারেনি মেয়েটি। কোনোভাবে গাছের কষ্টকে ভুলতে পারছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কান্নার ভিডিও ভাইরাল হয়। 

মণিপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ গ্রিন মণিপুর মিশন প্রকল্পের দূত করেছেন তাকে।

স্থানীয় আমুতোম্বি ডিভাইন লাইফ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ভ্যালেন্টিনা। কান্নার কারণ তাকে জিজ্ঞাসা করলে সে বলেন, আমি খুব আশা নিয়ে গাছ দুটো পুঁতেছিলাম। আমি খুব ভালোবাসতাম ওদের। গাছগুলো কারা যেন উপড়ে দিয়েছে। আমার যে খুব কষ্ট হচ্ছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুখ্যমন্ত্রীর নজরে পড়ে। তার এই ভালোবাসা ও এই কষ্টকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী গ্রিন মণিপুর প্রকল্পে তাকে ব্যান্ড অ্যাম্বাসাডর করেছেন। এরপর থেকে ওই রাজ্যের বিভিন্ন বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশ নেবে ভ্যালেন্টিনা।