যমুনা নদীতে বগুড়া শাহিন স্কুলের দুই শিক্ষার্থী নিখোঁজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অগাস্ট ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৭ বার।

সারিয়াকান্দিতে যমুনা নদীতে বেড়াতে এসে দুই সহোদর নিখোঁজ হয়েছে । এরা হলেন, বগুড়া শহরতলী আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে ওমর আলী(১৫) ও জাহিদ হাসান(১২) । নিখোঁজরা বগুড়ার শাহিন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে ।   শুক্রবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে এ ঘটনা ঘটে । নিখোঁজ ওমর আলী বগুড়া শাহীন স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র ও জাহিদ হাসান একই স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বগুড়া শাহিন স্কুলের ১০/১২ জন শিক্ষার্থী সারিয়াকান্দিতে যমুনার তীরে বেড়াতে আসে । কালিতলা ঘাট থেকে বেলা একটার দিকে তারা নৌকায় পার হয়ে পাকুরিয়া চরে যায় । বন্যার পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠা চরে তারা ফুটবল খেলার সময় হঠাৎ করে পাশেই নদীতে বল ভেসে যায় । ওই বল ধরতে গিয়ে প্রবল স্রোতের তোড়ে দুই সহোদর ভেসে যায় ।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর সুব্রত কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই সহোদরের সন্ধানের জন্য রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল রওনা হয়েছে ।