এনডিএফ বিডি বগুড়া জেলার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ অগাস্ট ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১৯ বার।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ( এনডিএফ বিডি) বগুড়া জেলার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর পার্কে ওই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিতর্ক আন্দোলনকে বগুড়ার প্রতিটি উপজেলায় ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসুচী এবং বগুড়াকে রাজশাহী বিভাগের জোন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাড. তামজিদ হাসান পাপুল, কো-চেয়ারম্যান আবু আউয়াল সরদার এবং যুগ্ম মহাসচিব অরুপ রতন শীল । এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলার বিতার্কিকদের মধ্যে আইনান তাজরিয়ান, অরুনাভ, সুরাইয়া আখিয়ান, রেশমা রহমান, উম্মে নাফিসা, আশিক, আবু বক্কর, মুশফিকুর, জে এফ মুমু, অনন্যা এবং ওয়াদুদ।