প্রসেনজিৎ যেন নেতাজি সুভাষচন্দ্র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ অগাস্ট ২০১৯ ১৪:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন তিনি। এই সুভাষচন্দ্র বসুর জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত হচ্ছে ছবি ‘গুমনামী’। নির্মাণ  করছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এতে নেতাজির চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিসব উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হলো ছবিটির টিজার; যাতে প্রসেনজিৎকে হুবহু নেতাজি মনে হয়। 

ভারতীয় গণমাধ্যমকে সৃজিত জানান ‘গুমনামী’ সিনেমার জন্য প্রসেনজিৎকে বেশ ঝুঁকি নিতে হয়েছে। ওজন বাড়ানো থেকে মেকআপ সবকিছুতেই প্রচুর ঘাম ঝরিয়েছেন তিনি। সিনেমাটির জন্য প্রায় তিন ঘণ্টা পরিশ্রম করে অর্থোডেনটিস্ট ও প্রস্থেটিক দিয়ে প্রসেনজিৎ’কে নেতাজির চেহারা এনে দিয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। খবর সমকাল অনলাইন।