১৪ বছর পর প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ অগাস্ট ২০১৯ ১৬:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু প্রয়াত হয়েছেন গত বছর। ১৬ আগস্ট এই শিল্পীর জন্মদিন। এমন দিনে ভক্তরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন শ্রদ্ধাভরে। প্রিয়শিল্পী নেই, তো কি হয়েছে তার গানের মাঝে, সুরের মাঝেই বাচ্চুকে খুঁজে নিচ্ছেন ভক্তরা।

এদিকে আইয়ুব বাচ্চুর জন্মদিনে প্রায় ১৪ বছর পর প্রকাশ পেল তার অপ্রকাশিত একটি গান। ভাবসূত্র নামের এই গানটি রেকর্ড করা হয়েছিল ২০০৫ সালে। ওই বছর প্রকাশিত ‘ফিসফাসফিস’ অ্যালবামের জন্য গানটি নির্মাণ করা হলেও অদৃশ্য কোনো কারণে গানটি আর অ্যালবামে যুক্ত হয়নি। এরপর কেটে গেছে ১৪ বছর। এত দিন পর প্রকাশিত হলো সেই গানটি।

১৬ আগস্ট বিকেল ৪টায় সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। ‘ভাবসূত্র’-এর কথা লিখেছেন মারজুক রাসেল। সুর-সংগীতায়োজন করেছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। এটির রি-মাস্টারিং করেছেন আনিসুজ্জামান আনিস। গানের লিংকে একটি ফুটনোটও দেওয়া আছে। সেই ফুটনোটে বিস্তারিত জানিয়েছেন গীতিকবি মারজুক রাসেল। খবর দেশ রুপান্তর।