নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে দম্পতিসহ নিহত ৪

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ০৬:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে এক দম্পতিসহ প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন, যাদের তিনজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার ভোররাতে উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫) ও আকিব (২৭) এবং সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সিলেটে পিকনিক শেষে প্রাইভেটকারে ঢাকায় ফেরার পথে শিবপুরের কারারচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার চারজন সিলেটে পিকনিক শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে শিবপুরের কারার চর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

তিনি জানান, বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন আরোহী নিহত হন। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

শফিকুল জানান, এই দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের আরও ৩ যাত্রী আহতহ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী।