যোগাযোগে ফিরেছে জম্মু ও কাশ্মীরের কিছু অঞ্চল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ০৬:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

সপ্তাহ দেড়েক সব ধরনের যোগাযোগব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার পর জম্মু ও কাশ্মীরের কিছু কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট ও ল্যান্ডলাইন চালু হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া ও আদহামপুর জেলায় টুজি মোবাইল সার্ভিস চালু হয়েছে। এ ছাড়া সচল হয়েছে সতেরোটি ল্যান্ডলাইন এক্সচেঞ্জ। যদিও সদ্য সংবিধানের বিশেষ মর্যাদা হারানো অঞ্চলটির বেশির ভাগ এলাকার অবস্থা আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্য পাল মালিক সকল সরকারি কর্মচারীকে স্বাভাবিক কাজে ফেরার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শনিবার কাশ্মীর উপত্যকার ১৭টি এক্সচেঞ্জ পুনরায় চালু হয়েছে। যদিও সেখানে মোট এক্সচেঞ্জ শতাধিক। চালু হওয়া এক্সচেঞ্জগুলো মূলত সিভিল লাইন, ক্যান্টনমেন্ট ও শ্রীনগরের বিমানবন্দরকে সেবা দিয়ে থাকে।

কেন্দ্রীয় কাশ্মীরের বুদগাম, সোনামার্গ ও মনিগাম এবং উত্তর কাশ্মীরের গুরেজ, তাংমার্গ, উরি কেরান কারনাহ ও নাংধর এলাকায় ল্যান্ডলাইন চালু হয়েছে। তালিকায় আরও আছে দক্ষিণ কাশ্মীরের কাজীগুন্ড ও পাহেলগাম।

সংবিধানের ৩৭০ ধারা বাতিলের আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের মোবাইল ফোন ও ল্যান্ডলাইন বন্ধ করা হয়।

শুক্রবার ভারত সরকার জানায়, জম্মু ও কাশ্মীর থেকে ধীরে ধারে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।