কাশ্মীর নিয়ে জাতিসংঘের রুদ্ধদ্বার বৈঠকে কী হল?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ০৭:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১০ বার।

কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। বিরল এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছে সংস্থাটি।

কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পরিষদের সদস্যরা ভারত-পাকিস্তানকে জম্মু এবং কাশ্মীর বিষয়ে একতরফা সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। পাকিস্তান এবং চীনের অনুরোধে সাড়া দিয়ে তারা গত কয়েক দশকের মধ্যে প্রথমবার এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করে।

আলোচনার গোপনীয়তা বজায় রাখতে জাতিসংঘ এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে চীনের দূত ঝাং জুন কিছু ধারণা দিয়েছেন।

ঝাং বলেন, ‘পরিষদের সদস্যরা জম্মু-কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।’

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য।