সিরিজ বোমা হামলার প্রতিবাদে নওগাঁয় ছাত্রলীগের কালো পতাকা মিছিল

নওগাঁ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ১২:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

নওগাঁয় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যেগে সারা দেশে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজের প্রধান ফটকে এই কালো পতাকা মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন বিভাগের ভবন প্রদক্ষিণ  করে পূনরায় শেখানে গিয়ে শেষ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী। নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার কবির সিজারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সহ-সভাপতি রিয়াজ খান, হাসিবুল হাসান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক অমিত দেব জিৎ,দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তোফায়েল আহাম্মেদ আসিফ, পরিবেশ সম্পাদক মেহেদী হাসান মুন।
বক্তারা সিরিজ বোমা হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।  এসময় প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদুল হাসান।