বগুড়ায় দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহতঃ আহত ৮

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

বগুড়ার সোনাতলায় শনিবার দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে কোহিনুর বেগম (৪০) নামে এক মহিলা নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ৮ জন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কোহিনুর বেগম সোনাতলা উপজেলার আগুনেতাইড় এলাকার আতাউর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান,  দুপুর দেড়টার দিকে জেলার সোনাতলা উপজেলার চরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ সড়কের কিনিয়ামারা ব্রীজের নিকট একটি গরুর বাচ্চাকে বাঁচাতে গিয়ে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই ২ সিএনজির ৯ জন যাত্রী আহত হয়। আহতরা হলেন, সোনাতলা উপজেলার আউচারপাড়া এলাকার নজরুল ইসলাম (২৮), শ্যামপুর এলাকায় সাব্বির মাহমুদ (৩৮), নিশ্চিন্তপুর এলাকার এনামুল হক (৪২), মহেশপাড়া এলাকার সাইদুর রহমান (৪৫), সিএনজি ড্রাইভার রানা মিয়া (৩২), পদ্মপাড়া এলাকার জরিনা বেগম (৩৫), পাকুল্লা এলাকার সাইফুল ইসলাম (৩৮), আগুনিয়াতাইড় এলাকার আতাউর রহমান (৪৮) ও তার স্ত্রী কোহিনুর বেগম। এদের মধ্যে কোহিনুর বেগম হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 
সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, একটি গরুর বাচ্চাকে বাঁচাতে গিয়ে সিএনজি দুটি দূর্ঘটনার স্বীকার হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেও মধ্যে কোহিনুর নামে এক মহিলার মৃত্যু হয়েছে।