দিল্লির এইমস হাসপাতালে ভয়াবহ আগুন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) তথা এইমস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম বহু হতাহতের আশঙ্কা করছে।

এনডিটিভি জানিয়েছে, দমকলবাহিনীর ৩৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

শনিবার বিকেলে জরুরি বিভাগের একটি ওয়ার্ডে আগুন লাগে। তৎক্ষণাৎ সেখান থেকে কর্মীদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়।

ওই ভবনে কোনো রোগী ছিল না। এটি নন-পেসেন্ট ব্লক। পরিচালকদের কক্ষ এবং রিসার্চ ল্যাব হিসেবে ওয়ার্ডটি ব্যবহার করা হয়।

ভবনের প্রথম ফ্লোরে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে দ্বিতীয় ফ্লোরে।

গত ৯ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর উদ্বিগ্ন হয়ে ওঠে বিজেপি শীর্ষ নেতৃত্ব। জেটলি কেমন আছেন, তার খোঁজখবর নিতে শুরু করেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িকভাবে জরুরি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য ভবনের রোগীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।