লা লিগার ধারাভাষ্যকার জামাল ভূঁইয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ১৩:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

‘বাংলাদেশ! তোমাদের অধিনায়ক জামাল ভূঁইয়া অ্যাথলেটিক ক্লাব ও বার্সেলোনা ম্যাচে!’

শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করে বার্সেলোনা। সেই ম্যাচের আগে এভাবেই লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি। ম্যাচটাও হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশের দর্শকদের আনন্দের কমতি ছিল না। জামাল ভূঁইয়া যে ছিলেন।

না, মাঠে নয়। কমেন্ট্রি বক্সে ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাচ বিশ্লেষণ ও ধারাভাষ্য দেন তিনি।

গত মৌসুমেও লা লিগার কিছু ম্যাচের বিশ্লেষণ ও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জামাল ভূঁইয়া। এবারো জাতীয় দল ও ক্লাবের ব্যস্ততা না থাকলে লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ককে দেখা যাবে।

বার্সার ম্যাচ শুরু হওয়ার আগে জামাল ভূঁইয়া নিজেরও অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন। যেখানে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন ধারাভাষ্য দিতে বার্সেলোনার স্টুডিওতে।

প্রিমিয়ার লিগ শেষ হতেই জামাল ভূঁইয়া ইউরোপে অবকাশ কাটাচ্ছিলেন। জার্মানিতে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ছুটির সময়ে জার্মানিতে।

ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ২০১৩ সাল থেকে খেলছেন বাংলাদেশ জাতীয় দলে। অধিনায়কত্বের আর্ম ব্যান্ড এখন তার হাতে।