অদৃশ্য শ্রবণযন্ত্র!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৯ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

মার্কিন হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইরাগো উন্নত প্রযুক্তির একটি ডিভাইস তৈরি করেছে, যা কানে পরলে বাইরে থেকে প্রায় অদৃশ্য থাকবে।

২০১৫ সাল থেকে ইরাগো বেশ কয়েকটি শ্রবণযন্ত্র তৈরি করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রতিষ্ঠানটির নতুন পণ্যটি রিচার্জেবল। নাম নিও। ডিজাইন অনেক ছোট। কানে পরলে বাইরে থেকে কোনো কেবল কিংবা দৃশ্যমান হার্ডওয়্যার চোখে পড়বে না। এর আগে ইরাগো এত ছোট কোনো শ্রবণযন্ত্র তৈরি করেনি।

ইয়াহু নিউজ জানিয়েছে, ইরাগোর নিও ডিভাইস বেশ উন্নত এবং কানের জন্য আরামদায়ক। সাধারণ হিয়ারিং এইডের চেয়ে এর শ্রবণ ক্ষমতাও বেশি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চার্জ দিয়ে নিও এক সপ্তাহ চালানো যাবে। এর সঙ্গে আছে ব্লুটুথ সেটিংস। মোবাইল অ্যাপের মাধ্যমে সংযোগ দেওয়া যাবে।

গত জানুয়ারি মাস থেকে নিও আমেরিকার বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকেও কেনা যায়। অল্প সময়ের জন্য এর দাম ছিল প্রায় দুই লাখ টাকার মতো। এখন আরও বাড়ার কথা। আছে এক বছরের ওয়ারেন্টি।