জয়ে মৌসুম শুরু রিয়ালের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট ২০১৯ ০৬:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

মৌসুমের প্রথম ম্যাচেই পা হড়কেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হেরেছে ১-০ ব্যবধানে। এমন সুযোগ বছর বছর আসে না। রিয়াল মাদ্রিদের তাই জয় তুলে নিয়ে সুযোগটা নিতে মুখিয়ে ছিল। জিদানের রিয়াল সেটা দারুণভাবেই পেরেছে। সেল্টা ভিগোর মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এডেন হ্যাজার্ডের না থাকা কিংবা লুকা মডরিচের লাল কার্ড রিয়ালের পথে পূর্ণ পয়েন্ট পেতে বাধা হয়ে দাঁড়ায়নি।

ইনজুরির কারণে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে আসা বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড দলে ছিলেন না। রিয়ালের হয়ে আগেই অভিষেক হয়েছে তার। কিন্তু অফিসিয়াল অভিষেক হতে আরও অপেক্ষা করতে হচ্ছে এই তারকার। এছাড়া ম্যাচের ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদ তখন ১-০ ব্যবধানে এগিয়ে। ম্যাচের ১২ মিনিটে গ্যারেথ বেলের বল ধরে গোল করেন করিন বেনজেমা। বেল তার ফেরার ম্যাচে দারুণ বার্তা দিলেন।

লুকা মাঠ ছাড়ার পাঁচ মিনিট পরেই গোল ব্যবধান দ্বিগুন করে লস ব্লাঙ্কোসরা। এবার গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তাকে বল দেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো। এরপর ম্যাচের ৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বদলি নামা লুকাস ভাসকেস দলকে ৩-০ গোলের লিড এনে দেন। দশ জনের দল নিয়েও রিয়াল তখন বড় জয়ে মৌসুম শুরু করার অপেক্ষায়। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে এক গোল শোধ দেয় সেল্টা ভিগো।

পুরো ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। দারুণ কিছু সুযোগ হাতছাড়া করেছে তারা। গোল মুখে শট নিয়েছে ১১টি। অন্যদিকে সেল্টা ঘরের মাঠে খেলা হলেও গোলে শট নিতে পেরেছে মাত্র চারটি। তবে বল দখলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো ছিল সমানে সমান। স্বাগতিক সেল্টা ৫৬ ভাগ বল তাদের পায়ে রাখে। রিয়াল মাদ্রিদ তাদের নতুন কেনা ফুটবলারদের এ ম্যাচে শুরুর একাদশে রাখেনি। লুকা জোভিক বদলি হিসেবে মাঠে নামেন। এছাড়া রদ্রিগো গোয়েস-ফারলান মেন্ডিরা চোটের কারণে দলে ছিলেন না।