সিরাজগঞ্জে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট ২০১৯ ০৭:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

সিরাজগঞ্জের কামারখন্দে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান তালুকদার (১৮) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান তালুকদার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি এবার কামারখন্দ উপজেলার জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের দায়িত্বরত আরএমও ডা. ফরিদুল ইসলাম জানান, গত ১২ আগস্ট ঈদের দিন পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ১৪ আগস্ট তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাতে হঠাৎ তার অবস্থা খারাপ হলে তিনি মারা যান।

এ পর্যন্ত জেলায় ৩৯৪ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. হাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।