ফুটবল খেলায় সমর্থকদের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট ২০১৯ ১৬:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা যায়, খেলোয়ারদের বাসে প্রতিপক্ষের পাথর নিক্ষেপের সুত্র ধরেই সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

শনিবার সন্ধ্যায় হন্ডুরাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোতাগুয়া ও অলম্পিয়ার মধ্যে একটি ম্যাচ মাঠে গড়ায়। মোতাগুয়া দলের বাসে প্রতিপক্ষের কেউ পাথর নিক্ষেপ করলে এ ঘটনার সূত্রপাত হয়। যাতে প্রথমেই তিনজন আহত হয়।

জাতীয় স্টেডিয়ামের বাইরে ও ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ। পরে কর্তৃপক্ষ ম্যাচটি বাতিল করে দিতে বাধ্য হয়।

স্থানীয় হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনজন মারা গেছেন আর ১০ জনের মতো আহত, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। এদের মধ্যে একজন শিশু আর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

সংঘর্ষের সময় প্রায় ১০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতর ছিল। তার মধ্যে পুলিশ অনেককে গ্রেফতার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে।