যশোরে কমছে না ডেঙ্গু রোগী, চব্বিশ ঘণ্টায় ভর্তি ১৯ জন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট ২০১৯ ০৬:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছেই না। এ পর্যন্ত জেলায় ৫ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৪৪ জন। বাকিরা চিকিৎসা নিয়েছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন।

তবে যশোরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক নারীর। বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানান, ডেঙ্গু রোগীদের জন্য এ হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। যেখানে সার্বক্ষণিক চিকিৎসা প্রদানসহ মনিটিরং করা হচ্ছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা উপকরণের সঙ্কট নেই। প্রায় দেড় হাজার কিট মজুদ রয়েছে।