ঘুড়ির সুতোয় গলা কেটে স্কুটার চালকের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট ২০১৯ ০৭:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

স্ত্রী-কন্যাকে নিয়ে স্কুটারে করে ফেরার পথে কাঁচ মিশ্রিত ঘুড়ির সুতোয় গলা কেটে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভারতের দিল্লির পশ্চিম বিহারে এ ঘটনা ঘটে বলে রবিবার জানায় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, বৃহস্পতিবার ‘রাখিবন্ধন’ উদযাপনের পর শাহনগরের বাসিন্দা রমন ওবেরয় পরিবার নিয়ে স্কুটারে করে রোহিনি ফিরছিলেন। এসময় ঘুড়ির ধারালো সুতো পেঁচিয়ে তার গলা কেটে যায়।

রমন তাৎক্ষণিক রাস্তার পাশে পড়ে যান। তখন পথচারীরা তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে দীন দয়া উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, দুর্ঘটনার সময় মাথায় হেলমেট ছিল না রমনের।

এর আগে বৃহস্পতিবার ওই এলাকায় মানব শর্মা (২৮) নামে এক সিভিল ইঞ্জিনিয়ার গলায় ঘুড়ির ধারালো সুতো পেঁচিয়ে মারা যান। দুই বোনকে নিয়ে স্কুটারে করে ফুফুর বাড়ি যাচ্ছিলেন তিনি।

পিটিআই জানিয়েছে, চীনে তৈরি কাঁচের পাউডারযুক্ত ঘুড়ি ওড়ানোর সুতো ‘মানঝা’ নিয়ে বৃহস্পতিবার ১৫ কল পেয়েছে পুলিশ। ‘মানঝা’সহ এ ধরনের ভয়ঙ্কর সুতো কেনাবেচা ও ব্যবহার নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।