নাটোরের দুই স্কুলে সৃজনশীল রচনা কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮ ১১:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১২ বার।

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে পৃথক দু’টি বিদ্যালয়ে সৃজনশীল রচনা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেল। রোববার গুরুদাসপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পরদিন সোমবার বড়াইগ্রামের বনপাড়ার বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রামের মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক নাজমা বেগম, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক আব্দুল লতিফ শেখ। এর আগের দিন রোববার নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজার রহমান।