ডেঙ্গুতে ফরিদপুরসহ তিন জেলায় ৩ জনের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট ২০১৯ ০৭:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর, খুলনা ও কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মসজিদের খাদেমের মৃত্যু হয়।

খুলনা মেডিকেলে মৃত্যু হয় মিজানুর রহমান (৪০) নামে এক সবজি বিক্রেতার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান কিশোরগঞ্জের এক যুবক।

বিস্তারিত প্রতিনিধিদের খবর-

ফরিদপুর: সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেলে মারা যা্ওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)।ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে তিনি। দেলোয়ার শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, দেলোয়ার শেখ গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

সোমবার সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যান তিনি।

নিহতের বাবা শফিউদ্দিন শেখ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে দেলোয়ারকে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করি, সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৩৪৬ জন রোগী।

খুলনা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় ওই রোগীর মৃত্যু হয়।

মিজানুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। ৪দিন আগে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা.  শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, মিজানুর আজ সকালে মারা গেছেন। চলতি মাসের ১৫ আগস্ট তিনি অসুস্থ অবস্থায় খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. এস এম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় আজ সোমবার পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৯ জন। তার মধ্যে ২০জন আজ সোমবার ভর্তি হয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত খুলনায় একজন বৃদ্ধাসহ ৫জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে রাসেল নামের ওই যুবকের মৃত্যু হয়।

রাসেল মিয়া (৩২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বলেন, রাসেল বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুরে তার অবস্থা অবনতি হওয়ায় ওই সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে।