মাছ ধরতে গিয়ে ধানের ক্ষতি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট ২০১৯ ০৭:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে চলা ভদ্রাবতী নদী ও বেহুলার খালের ৯টি জায়গায় অবৈধ সোঁতিজাল দিয়ে মাছ ধরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

এতে করে এরই মধ্যে ওই এলাকার চলতি মৌসুমের প্রায় ৩০০ হেক্টর জমিতে রোপণ করা রোপা ধান তলিয়ে গেছে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার হেক্টর জমি। সাম্প্রতিক সময়ের বন্যায় ৮০০ হেক্টর জমির বোনা ও রোপা আমন নষ্ট হয়েছে। বোরো ধানের দাম কম এবং বীজ সংকটের পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এ অঞ্চলের কৃষক। তারা পুনরায় জমি প্রস্তুত করে রোপা আমনের চারা রোপন করেন। কিন্তু ভদ্রাবতী নদী ও বেহুলার খাড়িতে অবৈধ সোঁতিজাল দিয়ে মাছ ধরার জন্য বাঁধ সৃষ্টি করায় উজান থেকে ঢলের পানি ভাটির দিকে প্রবাহিত হতে না পারায় তালম ইউনিয়নেরর বেশির ভাগ রোপা আমন পানিতে তলিয়ে যাচ্ছে।

তালম গ্রামের কৃষক বরাত আলী বলেন, সোঁতি জালের কারণে এ এলাকার অনেক কৃষকের রোপা ধান তলিয়ে গেছে। আর পানি প্রবাহের মুখে থাকা এসব সোঁতিজালের বাধা দ্রুত অপসারণ না হলে আরও অনেক কৃষক ক্ষতির মুখে পড়বেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যেই আমরা সোঁতিজালের মালিকদের চিহ্নিত করেছি। দু’  এক দিনের মধ্যেই অভিযান চালিয়ে সোঁতিজাল অপসারণ করা হবে।