ধুনটে পূজা মন্ডপ অনুষ্ঠানে হামলার ঘটনায় গ্রেফতার ৫

ধুনট উপজলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত পূজামন্ডপে সাংস্কৃতিক মঞ্চে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি তহিদুল ইসলাম পলাশ (২১) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রায়হান বাবু টুটুল (২৪), নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের চান মিয়ার ছেলে রিপন মিয়া (২৫), বথুয়াবাড়ী গ্রামের গোলজার হোসেনের ছেলে পলাশ (২৪) ও ধুনট কলেজপাড়ার জাহাঙ্গীর আলম খানের ছেলে পারভেজ (২৩)।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে ধুনট কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূজা উদযাপন কমিটি। রাত ১০টার দিকে ওই মঞ্চে একজন নারী শিল্পী নৃত্য প্রদর্শন করছিল। এ সময় দর্শক গ্যালারী থেকে কয়েকজন মঞ্চে উঠে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এতে বাধা দিলে তারা পূজা উদযাপন কমিটির লোকজনের ওপর ক্ষুব্ধ হয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনার পর আবারও সংঘবদ্ধ হয়ে দ্বিতীয় দফায় পূজামন্ডপের সাংস্কৃতিক মঞ্চে হামলা চালায় এবং প্রতিমা ভাংচুরের চেষ্টা করে।

এ ঘটনায় পূজা উদযাপন কমিটির সভাপতি রনি কুমার সাহা ও ধুনট থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলায় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ওসি খান মো. এরফান বলেন, ‘হামলার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃত ৫জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’