বগুড়ায় আবাসিক হোটেলে অভিযানঃ ৬ দেহ ব্যবসায়ীসহ ৯ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অগাস্ট ২০১৯ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬৩ বার।

বগুড়া  শহরের ঝোপগাড়ী এলাকায়  আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার বিকেলে হোটেল নীল সাগর নামের এক আবাসিক হোটেলে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। এসময় হোটেল থেকে ৯ জনকে অর্থদন্ড জরিমানা করা হয়। এতে এপিবিএন পুলিশ সদস্যরা সহায়তা করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান পুণ্ড্রকথাকে  বলেন, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের জন্য দন্ডবিধি-২৯৪ অনু্যায়ী  ৬ জন নারী, ৩ জন পুরুষকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় হোটেলের কোন কর্তৃপক্ষ না থাকায় কাওকে জরিমানা করা হয়নি। তবে খাবারের মান অস্বাস্থ্যকর হওয়াতে ভোক্তা অধিকার আইনে এক কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।