১৪৩ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ অগাস্ট ২০১৯ ০৬:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৯ বার।

স্বাস্থ্য অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর ১৮টি পদে মোট ১৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা: প্রভাষক (ইউনানী)- ১০টি, প্রভাষক (আয়ুর্বেদিক)- ০৩টি, প্রভাষক (হোমিওপ্যাথিক)- ০২টি, ইনডোর মেডিকেল অফিসার (ইউনানী)- ০১টি, ইনডোর মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)- ০২টি, রেসিডেনসিয়াল ফিজিসিয়ান (আরপি) (ইউনানী)- ০১টি, রেজিস্ট্রার (ইউনানী)- ০১টি, সহকারী রেজিস্ট্রার (ইউনানী)- ০১টি, সহকারী রেজিস্ট্রার (আয়ুর্বেদিক)- ০১টি, সহকারী রেজিস্ট্রার (হোমিওপ্যাথিক)- ০১টি, প্রোডাকশন/রিসার্চ/কোয়ালিটি কন্ট্রোল অফিসার- (ইউনানী)- ০১টি, মেডিকেল অফিসার (ইউনানী)- ৪০টি, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক)- ৩৫টি, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)- ৩৮টি, ড্রাগ সুপারিনটেনডেন্ট (ইউনানী)- ০১টি, ড্রাগ সুপারিনটেনডেন্ট (আয়ুর্বেদিক)- ০১টি, ড্রাগ সুপারিনটেনডেন্ট (হোমিওপ্যাথিক)- ০১টি, ফার্মাসিস্ট- ০৩টি।

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ldamc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন