সৈকত থেকে বালি চুরির অভিযোগে দম্পতির ৬ বছর জেল!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ অগাস্ট ২০১৯ ১৫:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

অবকাশ যাপনে গিয়ে ‘প্রেমের স্বর্গ’ বানাতে চেয়েছিলেন বালি দিয়ে। ফ্রেঞ্চ দম্পতির সেই চাওয়ার পরিণতি দাঁড়িয়েছে ‘নরকের’ অনুভবে। দুজনকে ছয় বছর থাকতে হবে জেলে!

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইতালির সারডিনিয়া সৈকত থেকে বালি তোলা আগে থেকেই নিষিদ্ধ। দেশটির আইনে এটি অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু ওই দম্পতি সেটি ‘জানতেন না’।

নিয়মিত টহলের সময় বালি সরানোর বিষয়টি নজরে পড়ে টুরিস্ট পুলিশের। ঘটনাস্থল থেকে তারা দুজনকে গ্রেপ্তার করেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দম্পতি সব মিলিয়ে ১৪ বোতল বালি তুলেছেন। যার ওজন ৪০ কেজির মতো। তাদের আদালতে তোলা হলে বিচারক প্রায় ৩ লাখ টাকার মতো জরিমানার পাশাপাশি এক থেকে ছয় বছরের জেল দেন।

দম্পতি আইনটি সম্পর্কে অবগত না থাকার দাবি করলেও আদালত সেটি মানতে চায়নি। কারণ সৈকতে এ সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ভাষায় অনেক সাইনবোর্ড দেওয়া আছে।