হয়তো আগামী বছরই অবসর নিতে পারি: রোনালদো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ অগাস্ট ২০১৯ ০৭:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

বয়স ৩৪। কিন্তু অবসর নেওয়ার প্রসঙ্গটা বয়সের ফ্রেমে বাঁধতে নারাজ জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অবসর প্রসঙ্গে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার জানিয়েছেন, হয়তো আগামী বছরই ফুটবলকে বিদায় জানিয়ে দিতে পারেন, এমনও হতে পারে খেলতে পারেন ৪০-৪১ বছর পর্যন্ত!

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলার পর গত বছর জুভেন্টাসে নাম লেখান রোনালদো। ইতালির ক্লাবটিতে প্রথম মৌসুমেই নিজের সক্ষমতাটা ভালোভাবেই জানান দিয়েছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। সবশেষ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় করেন ৪৩ ম্যাচে করেন ২৮ গোল। দলকে সেরি আওয়ামী শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

বয়স যেন রোনালদোর কাছে সংখ্যা ছাড়া কিছুই নয়। নিজের সম্ভাব্য অবসর প্রসঙ্গে সময়ের অন্যতম সেরা এই ফুটবলার পর্তুগিজ এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি বিষয়টা নিয়ে ভাবছি না। হতে পারে আগামী বছরই আমি ক্যারিয়ারে ইতি টেনে দিতে পারি...আবার এমনও হতে পারে, ৪০ বা ৪১ বছর পর্যন্ত খেলতে পারি। এ ব্যাপারে আমি জানি না। আমি সব সময় যেটা বলি, সেটা হলো খেলার মুহূর্তটা উপভোগ করা।”

দীর্ঘ ক্যারিয়ারে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যেরও অভাব নেই রোনালদোর। রেকর্ড পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে চারবার জিতেছেন চারবার, একবার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ম্যানইউর হয়ে তিনবার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ও রিয়ালের হয়ে দুইবার জিতেছেন লা লিগা শিরোপা।

ক্যারিয়ারে অনেক কিছু পেলেও রেকর্ডের ক্ষুধা এখনই শেষ হয়ে যায়নি রোনালদোর। আরও রেকর্ড গড়তে মাখিয়ে আছেন পর্তুগাল অধিনায়ক, “আমার চেয়ে বেশি রেকর্ড আছেন এমন কোনো ফুটবলার আছে? আমার চেয়ে বেশি রেকর্ড আর কারও আছে বলে আমার মনে হয় না।”